কামোদীপ্তা যুবতীর মনস্তত্ত্ব না বুঝলেও
স্বপ্নাচ্ছন্নতায় বিলীন হয়েছি নিতান্তই বালক বয়সে!
কাউকে কাউকে আফ্রোদিতি জ্ঞান করেছি,
ছাইভস্ম প্রেমের কবিতাও লিখেছি দু-একটি
কাউকে ছুঁয়ে দেখতে ইচ্ছে হলে স্বপ্নাদ্য সময়ের অপেক্ষায় থেকেছি
স্বপ্নের আড়ালে পরিচিত চোখ, মুখ,ঠোঁট, উগ্র গন্ধ!
পূর্ণচাঁদ লগ্নে ভেসে বেড়াতাম যুবতীর হাত ধরে,
আগুনভরা উত্তাপে ঝরে পড়তো দু-ফোঁটা বৃষ্টি!
পাপবিদ্ধ হতে হতে একদিন পরিপূর্ণ পুরুষ হলাম।