বরফ গলা নদীর মতো তুমিও, গলেই যাচ্ছ!
কামার্ত সৌরভে শুভ্র সমুজ্জ্বল তোমার শরীর;
শয়ন-শিথানে প্রায়শই কেঁপে উঠে গোলাপি ঠোঁট
আমিও কেঁপে উঠি....
শেমিজের তলদেশ থেকে রোমকূপে জেগে ওঠে
সোনালী ঢেউ,
স্তব্ধতায়-মগ্নতায় স্তনের বোঁটায় সুখ খুঁজি ,
যৌবন বিচূর্ণ হয়, হিরন্ময় পাত্রে খসে পড়ে
পূর্ণচাঁদ লগ্ন।
এইতো সত্যি-প্রতিদিন তোমার কম্পমান বুকের কাছে আমি পরাজিত পুরুষ!