প্রাগ-ঐতিহাসিক যুগের কেউ একজন
দৃষ্টিগোচর হচ্ছে প্রায়শ;
লতাগুল্মের মতো পেঁচিয়ে যায় চিন্তার জগত।
লম্বাকৃতির রমনীসূলভ ব্যঞ্জনা...


রাত বেড়ে চলেছে, ফুটপাতে ক্রন্দনরত শিশুগুলো
বড্ড মায়া বাড়িয়ে দিচ্ছে, ছোট, ছোট বেহেশত ফুল যেন!


রাতের আকাশটাও আজ এতটায় লাল
আগে কখনো দৃষ্টগোচর হয়নি।
তবে কি ঝরে পড়বে রক্ত বৃষ্টি?