একটি দোয়েল লেজ ঘুরিয়ে নাচছিলো
দৃশ্যটা দৃষ্টিগোচর হতেই
আমার মনটাও বেশ চঞ্চল হয়ে উঠলো।
কিছুটা সময় দোয়েলটির মতো নাচতে ইচ্ছে হলেও
মুহুর্তেই থেমে গেছে বুকের অস্থির আলাপনে।
প্রকটরূপে সামনে এসে দাঁড়াই-
সময়ের বিভাজিত পটভূমি!
আমি হয়ে যায় একটি কাঠের দেয়াল,
দেয়ালটিতে লেগে আছে অদ্ভুত যতিচিহ্ন
এবং অস্পষ্ট ছায়ামানব!
হতে পারে সে প্রেমিকা কিংবা অশরীরি।