প্রভঞ্জনে উড়ে যায়
মনের দিগন্ত রেখা


জলের বুকে
ছায়া মেলে দাঁড়িয়ে থাকে
কামকাতর প্রেয়সীর মুখ!


আমার বুকের ভেতরে তখন-
অজস্র শব্দের কোলাহল
যেমনটি একটি নদী,
      বুনোহাঁস,
               রঙের বাটি,
                          বৃষ্টিঝড়...


অবগাহনের সময়কাল পেরিয়ে-
নৈর্ব্যক্তিক উন্মাদনায়
পুনরায় জেগে উঠি
পিপাসাতপ্ত রমণীর বুকে।


প্রেয়সী .....
তোমার শরীরখানাও যেনো আজ
প্রবাহমান এক নদী!
হৃদপিণ্ডে-
উচ্চকিত হর্ণ বাজিয়ে
অবিরাম ছুটে চলে!


লণ্ডভণ্ড হয়ে যায়,
অবলা স্রোত শুষে নেয়
আমার অনাদিকালের পাপ!