একটি বিশালাকার মাঠ হঠাৎ-ই সবুজবর্ণ ধারণ করলো
প্রচণ্ড উত্তাপ সরে গিয়ে ঝিরঝিরে বাতাস বইতে লাগলো
কোলাহলময় রূপ যৌবন ফিরে পেলো উদ্বেলিত মাঠ!
ঘোষিত ইশতেহারের পাতাগুলো-সমবেত মানুষের উষ্ণ আলিঙ্গন ছুঁয়ে......
পূর্ব দিগন্তে ফুটে উঠা আলোকরেখা-ক্রমশ উজ্জ্বল হতে হতে পশ্চিমের কুলে রংধনু জড়ালো।
পাখিগুলো সমস্বরে উড়তে লাগলো-মুক্ত আকাশে ডানা মেলে.....
ফুলেরা ফুটলো-ঘ্রাণতর্পণে আমজনতা।
শব্দরা যুক্ত হলো কবিতার ডায়েরীতে-
কবিতার নাম "নতুন বাংলাদেশ"