দিনদিন আমার শরীরখানা যেনো বেশ ঝুলে গেছে,
অনেকটা এঁটো চুম্বনের মতোই আবেশহীন, ম্যাড়মেড়ে
এই যেনো পোড়ামাটি ভিটের মতোই কলরবহীন, ভীষণ দৈন্য
মননচৈতনৌর বিপরীতে ঘুরছে মহাকাল, নিরন্তর আয়ুক্ষয়,
ডুবে যাচ্ছি স্তব্ধতার গভীরে, অদ্ভুত এক চাঁদ ঠিকরে
নিঃশব্দে ঘুরছে পূর্বপুরুষদের ঐশ্বর্যের মহাকাব্যে!