রজনী, কতদিন তোমাকে দেখিনি....
মেঘনার কুল ঘেঁষে হেঁটে গেছি বহুদূর,
পৌড়তার আলো-অন্ধকার বিভূঁইয়ে
আজো আমার হৃদপিণ্ডে খুঁড়ে চলেছি
আগুনপিণ্ড-তোমার সেই মুখ!


তুমি এক আশ্চর্য মানবী
মহাদ্যূতির মত বিচ্ছুরিত তোমার চোখ-
ক্ষিপ্ত নদীর মতো বয়ে চলে অবিরাম।
ভোগবাদী পুরুষ কে পরাজিত করে...
আর কতদিন পালিয়ে বেড়াবে তুমি!
ওগো রজনী!