দর্শন এবং ঘর্ষণে মহাকালের ধ্বনি বেজে ওঠে
দ্বন্দ্বের গ্রন্থিজাল ছিঁড়েখুঁড়ে বেরিয়ে পড়ে কেউকেউ
আমরা অদৃশ্য শক্তির সাথে চুক্তিবদ্ধ হই,
অতপর; ঘোড়সওয়ার হয়ে নেমে পড়ি ময়দানে!


রক্তজবার মতো ফুটে ওঠে শব্দের ঝংকার!
শব্দের সাথে দৌড়াতে দৌড়াতে ক্রম বিবর্তিত হয় ইতিহাস!
অন্যত্র কেউকেউ বিশাল রুজ্জুকে হুজ্জুতে দাঁড় করিয়ে দেয়!
মেতে উঠে রক্তাক্ত হোলিউৎসবে!