ম্যাদামারা সময়টা অতিবাহিত হয়ে গেছে অনেক আগেই,
মুখুর্জ বাড়ী থেকে শুরু করে হরিদাসের উঠানটাও আজ কংক্রিট আস্তরনে ঠেসে গেছে।
প্রজন্ম দৌড়ে চলে গেছে অনেকদূর, সারিসারি বহুতল ভবনে চেয়ে গেছে নিকটবর্তী শহর, মফস্বল।
ইন্টারনেট তথা ই-কমার্সে উল্টে গেছে হাওয়া-বাতাস।
হাতের মুঠোয় পৃথিবী ঘুরছে, উড়ছে মানুষ।
তবুও ভীত আমি,
দেখছি- চটকদার আলো, হিংসার অনল, বিভাজন, বিভীষিকা!
এই শহরে শকুনের চোখ জেগেছে, দমবন্ধ হয়ে যায়!
এই বুঝি ছিঁড়েখুঁড়ে খাবে রাক্ষসের দল!