আজ আকাশের রঙটা বেশ অন্যরকম,বিষন্ন
তেমনি বিষন্ন বোধে দাঁড়িয়ে আছে-
সুউচ্চ পাহাড়, দালানকোঠা।
মেঘনার বুক উত্তাল! তুমুল হাওয়া বইছে।
কাব্যাঙ্গে জড়িয়ে গেছে অসূচী শব্দমালা,
তবুও জেগে উঠে শব্দচর-যৈবতী।
সুরসিন্ধুই জমে আছে তমালিকা-কুহেলিকা!
সেজেগুজে আছে বাউরী-বিহঙ্গিনী!
হয়তোবা মেঘালয়ায় আজ ওদের পুষ্পরজ;
আমিও আছি ভীষণ একা, শব্দহীন মৌন ছায়ায়।