একদিন না তোরে কইছিলাম ঘর বাঁধমো,
নদীর ধারে ঘুরতে যাইমো,
একলগে ধান মাড়ামো,জাল মাইরা মাছ ধরমো,
আমাগো ঘরে আচবো চান্দের লাহান পোলা-মাইয়া,
তোরে লইয়া আরো কত স্বপ্ন দেহি রাইত বিরাইতে!
ও সখি,ক্যানরে তোরে বাসিলাম ভালো,
মিটিলোনা মনে তোর সুধা!
ডুইব্যা গেছে তরী-কালাতিপাত নেইগো সখি!
সারাক্ষণ মনটা জানি ভয় ভয় লাগি-
এই বুঝি গেলাম জমের বাড়ি!