মনের ক্যানভাসে একটি চিত্র এঁকে নিয়েছি
এলোমেলো রঙতুলির আঁচড় তাতে
অস্পষ্ট এক রমনীমুখ, বিষন্ন ছায়ারেখা!
মেয়েটিকে আগেও দ্যাখেছি মেঘনার পাড়ে
নির্মল হাসি, নুপুর কংকন পায়ে, কলসী কাঁখে...
প্রকৃতির বুকে অদ্ভুত সৌন্দর্যের প্রতিমূর্তি যেনো হয়তোবা ছিল শুধুই আমার দু-চোখে!
দেড়যুগ পুরোনু সে স্মৃতি আজো হেঁটে হেঁটে যায়,
চিত্রকল্পে বিস্ময়াভূত, সাড়ম্ভর উপস্থিতি!
এখনো খুঁজে ফিরি তাঁকে, খুব সংগোপনে।