তুমি-হেঁটে চলেছ...
ব্যস্ততম সড়কের পাশ ধরে
দ্রুতযান গুলো ছুটে গেলেও
ভ্রুক্ষেপ নেই যেনো!


দৃষ্টিভ্রম আমি এবং
এই পথের সমগ্র পুরুষকুল-
দৃষ্টিবদ্ধ তোমার মেদহীন শরীর,
সুডৌল স্তনজোড়ায়।


এঁকেবেঁকে চলেছে
তোমার শিল্প শরীর...
লতাশ্বরীর মতো পেঁচিয়ে।
ঠিক সে মুহুর্তে ভূমিষ্ঠ
হয়েছে একটি কবিতা।


মহাসড়কের কোলাহল
তখনো থেমে নেই
শব্দগুলো...
তানপুরার সুরের
মতো বেজে চলেছে,
ক্রমশ তরঙ্গায়িত।


তোমার দৃষ্টিপথ নির্দিষ্ট,
চোখ নিন্মমূখী।
তবুও একটি মিছিল
এবং
শতাধিক চোখজোড়া
দখল নিয়ে হেঁটে চলেছ।