অগ্নিগর্ভ রাজপথ থেকে একপ্রকার মুক্ত হলেও
অজস্রবার ভাঙ্গনে বুক পেতে দিয়েছি -
প্রায়শ; আমার মস্তিষ্কে অদ্ভুত এক শূন্যতা ভর করে-
রক্তহীন উন্মাদনা, পরাবস্তবতার হাতছানি, কুন্ডলী পাকিয়ে উঠা
সময়ের ব্যবচ্ছেদ, লোভ ও ক্ষুধার রাজ্যে মুক্তির আকাঙ্খা, এভাবেই...
খুব নিরবে চোখের কোনে জেগে উঠে অসংখ্য বিবর
বুকের ভেতরে বিস্মিত এক হতাশার আবির্ভাব!
শৃংখলিত এবং প্রতারিত হওয়ার সুবাদে আমার ভ্রমনযাত্রা ক্রমশ হয়ে উঠে তারামাছের মতোই চঞ্চল
কিংবা হতে পারে নিঃসঙ্গ মেদী কুকুরের মতোই করুণতর স্বর
অথবা পোঁদের কাপড় তোলা ছবির মতোই কুৎসিত!