অনন্তকাল ধরে ঘুমিয়ে আছি, শর্ষেফুলের হলুদ বিছানায়।
হুইসেলের সাঁ সাঁ শব্দে মাঝেমাঝে ঘুম ভেঙ্গে যায়,
মেঘালয়ে হিমশীতল অনুভব, ছিঁচকাঁদুনে আকাশ
এবং তোমার বিরহ মুখখানা স্বপ্নজালে আটকে যায়!
অশরীরি মাঝেমধ্যে হাত, পা গুলো নাড়াচাড়া করে, হৃদকম্পন বেড়ে যায়।
এরমধ্যে বুদ্ধদেব হাজির হয় একখানা কবিতা নিয়ে, প্রেম জাগাতে চাই
ভ্যানগগের একখানা শিল্পকর্ম জটিল করে দেয় বোধের প্রবাহ ,
তাত্ত্বিক চিন্তাগুলো স্বপ্নাঘাত করে চলেছে অনবরত!