রাত গভীর হতে থাকে
জোনাক পোকাদের গুঞ্জন কিছুটা থেমে গেছে
দূর থেকে ভেসে আসে শৃগালের আর্তনাদ
মনোলৌকিক ভাবনায় ইন্দ্রিয় ক্রমেই-সুরহীন
ততক্ষণে ঝাপটে ধরেছে মায়াবী হাত, আমাকে।


নটগট ব্যঞ্জনা
শক্তিশেল ধীরে ধীরে লোপ পেয়ে যায়
তবুও মস্তিষ্কের নিউরোটক্সিন তুমুল সক্রিয়,
সাইরেন বাজে!