প্রতিদিন ছেপে যায় অব্যক্ত কিছু কথা
দৃশ্যপটের ঠিক উল্টো পিঠে
ঘটে চলা জীবনচিত্র।
ঠাঁই অভিনয় করে যাচ্ছি যাপিত জীবনে
কিছু কিছু দুঃখ আসে যায়,
মেপে নিই কষ্টগুলো!
প্রেমহীন জীবনের প্রতিচ্ছবি
এঁকে যায় নিরবে,
এখানে নেই সংবেদনশীলতা
বিপরীতে চলে হিংসার উত্তাপ
নেই মানবতার রেশটুকু।
এই সমাজ যেন মুখোশধারী বেশ্যাবাড়ি!
জমজমাট চিত্রনাট্যের মহড়া চলে প্রতিদিন।
অবয়বে প্রকাশ পায়না শূন্যতাটুকু,
তবুও বেঁচে আছি
জীবনের অংক কষে চলেছি নিরন্তর।