ব্যাবিলনীয় উদ্যানের শপথ করে বলছি তোমাকে ভালবাসি।
মোগল সম্রাট শাহাজাহানের অনবদ্য স্থাপনা-
তাজমহলের শপথ করে বলছি-তোমাকে ভালবাসি।
বিলুপ্ত বিদিশা কিংবা শ্রাবস্তী নগরীর শপথ করে বলছি
গ্রীক, রোম কিংবা প্যারিস নগরীর শপথ করে বলছি-
তোমাকে ভালবাসি।
জিউসকে স্বাক্ষী রেখে বলছি-আমি তোমাকে ভালবাসি।
তোমার জন্য জিততে পারি কিংবা হারতেও পারি
গোলাপের কাঁটা বিঁধতে পারি।
তোমাকে ভালবাসি-
জুলেখা যেমন ভালবেসেছিল ইউসুফকে
মজনু লাইলীকে, শিরি-ফরহাদকে
দেবদাস পারুকে।
ভালবাসার বিপরীতে ক্ষয়ে যেতে পারি
মৃত্যুকে আলিঙ্গন করতে পারি অনায়াসে।



দ্র: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ভো,কা, পাফোর সাহিত্য আড্ডায় জারল তলায় তাৎক্ষণিক (১০ মিনিটে) লেখা কবিতা। ডায়েরীতে টুকে রেখেছিলাম।