জ্যোতির্বলয়ের মতো তোমার অফুরন্ত রূপ ছড়িয়ে পড়ছে
পাড়ার চৌরাস্তা থেকে ব্যস্ততম শহরের আনাচ কানাচ,
নীল এবং অদ্ভুত চক্ষুদয়ের গভীর দৃষ্টি এক শতাব্দী পেরিয়ে
অন্য শতাব্দীর দোরগোড়ায় জ্বলে ওঠে।


তোমার লাস্যময়ী মায়াবী রূপ, বাদামী শরীরে জেগে উঠা শস্যকণা
এবং জলজ জোৎস্নার প্লাবন যখন
আমার বুকে তখন ভীষণ কম্পন, পিপাসার্ত ঠোঁট!


রৌদ্রদগ্ধ পথ পেরিয়ে স্বপ্নজীবি পুরুষের মতো
একাকী তোমার বুকে শুষে নেবো এই পৃথিবীর সমস্ত আলো-অন্ধকার।