রুপালি চাঁদের মুখ ভাসে স্বচ্ছ জলের ছায়ায়-
চৈতালি বাতাসের দোলে-
কলাপাতা বুক দেখায় পিঠ দেখায়।
আমিও হলুদরাঙা বৈকালিক রৌদ্রছায়ায় উদাস মনে ভাবছি তোকে,
ভাবছি তোর মনের এপিঠ-ওপিঠ!


কখন যে সময় গড়িয়ে যায়-কালশশী জীবনের রঙমহল!
কখনোবা একেবারেই রঙহীন।
খঞ্জনীর বাজনা
খোলের চাঁটি
তমাল ঘেরা ছায়াতল
সূর্য উঠা ভোর
স্ফূর্তির আবেগ-
হঠাৎ কখনো কখনো জেগে উঠা ঘুমন্ত ট্রাক্টর!


সোনামুখি- তুই কি জেগে আছিস?
নাকি মেঘনার স্রোতে তলিয়ে গেছিস!


কখনো কখনো মনে হয় তোকে ছুঁয়েছি,তবুও
তোর মন ছুঁতে পারিনি!


আমাদের বাঁশঝাড়ে আজ শালিকের কিছির মিছির,
মুকুলের গন্ধমাদন,
তুই যদি একবার আসতি- বৈকালিক রৌদ্রছায়ায়!