তোমাকে-অন্তঃকরণে বিদায় বলছি
তুমি- বহুদূর হেঁটে হেঁটে চলে যেতে পারো
ঝিঁঝি পোকার ওড়াউড়ি দেখতে দেখতে,
এবং দেখবে মাথার উপর প্রকাণ্ড নীল আকাশ!


আমিও নিশ্চিত ভেবে নিয়েছি
কিছু সময়ের জন্য সন্ন্যাসী হবো
কিংবা তুমি ধরে নিতে পারো আমি মৃত
আমার অস্তিত্বের চারপাশে ভীষণ অন্ধকার!
আমি চোখ মেলবো না-
শুকনো ফুলগুলো কিছুসময় বেঁচে থাকুক!


এবং
রোদ্দুরে  প্রেমহীন মানুষেরা
চন্দনের গন্ধে বুঁদ হয়ে নাচুক।


তোমার, মনের দরোজা উন্মুক্ত করে দাও....
আমি নেই, আরো কেউ কেউ প্রবেশ করুক
তীব্র শ্বাস নিলেই বুঝতে পারবে....
ওদের গায়েও লেগে আছে রক্তের ঘ্রাণ!
ওরাও যে বুভুক্ষু সভ্যতার সন্তান!


আমি- তুষারজল হয়ে
কিংবা পাখি হয়ে
অথবা নীলচাঁদ হয়ে
একদিন চোখ মেলে তাকাবো।
সেদিন একজন কবি এবং অজস্র
কবিতার নতুন জন্ম হবে!