তোমার মায়াবী চোখে দুঃখভরা জল
আমার মনটাও আজ নিস্তব্ধ শশ্মান!
২              
বাতাসের নৃত্যকলায় উড়ছে শঙখচিল
মেঘে মেঘে বেজে ওঠে বিরহ সংগীত

তোমার বয়ঃসন্ধিকালের উড়ন্ত ডানায়
আমি ছিলাম তোমার গোপন শিরোনাম

মনের সিন্ধুকে আর থেকোনা ছদ্মবেশে
আজো আমি আছি দু-হাত বাড়িয়ে

যদিও হৃদয়ে আমার কাঠফাটা রোদ
তুমি আসলে তবে-লুটে নেবো জোৎস্নামাখা চাঁদ

হৃদয়ের প্রতিধ্বনিতে, শব্দে ও ছন্দে
তুমি যদি হও পুষ্প নদী, আমি-অগ্নি বৃষ্টি ।