স্প্যানিশ ভোদকা কিংবা বাংলা চোলায়
বুঁদ হয়ে যায়, তিক্ততায়, বিষাদে
শরীরটা দুলছে, ঘুরছে পাগলা হাওয়ায়!
গভীর রাত্রিতে ব্যবিলনীয় উদ্যান কিংবা
ছায়াপথ থেকে একখণ্ড সুপ্রাচীন পাথর,
অনেকটায় যেনো সুন্দরী রাণীর প্রতিমূর্তি,
আমার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে!
এ এক উদ্ভট স্বপ্নযাত্রা, উল্টো হাঁটা।