প্রতিদিন শরীর থেকে রক্ত-ঘাম শুকিয়ে নিই
প্রাচুর্যের সুউচ্চ অট্টালিকাগুলো দেখি,
বিভৎস-করুণ দৃশ্যগুলোও ঘা ঘেঁষে চলে!
এই যেন ক্রোধের সঙ্গমে জন্ম নেয়া কান্তিকর প্রবাহ....


সভ্যতার বিরাজিত ডামাডোলে-বিপন্ন প্রবাহে
ইতিহাসের অজস্র জঞ্জাল গায়ে মেখে
আজন্মকালের পাপ ও যন্ত্রণায় বির্দ্ধ হয়ে,
আমার সম্মুখে ভেসে উঠে আগামীর দৃশ্যপট!


সেইসময় হয়তোবা আমরা মানুষ নই, থাকবোনা
আমাদের রক্ত-বীর্যে ছড়িয়ে যাবে-
মনুষ্য আকৃতির দানবীয় উত্তরণ।