আজ হঠাৎ করে একটি নামহীন বৃক্ষের কথা মনে পড়লো
অযুত সুপ্ত বাসনার প্রারম্ভিকতায় যে বৃক্ষের তলায় আমরা দুজন
চোখের তারায় ঝিঁঝি পোকার মতো শব্দ করে প্রেম বিলিয়েছিলাম।
আমার গায়ে ছিলো নীল শার্ট, তোমার গায়ে হলুদ জামা...
সেদিন আকাশটাও ছিলো কোমলমতি শিশুর মতো ফুটফুটে সুন্দর
কিছুসময় আমাদের রক্ত উম্মাদ হয়েছিলো কুমারী পবিত্রতার চিহ্ন মুছে দিতে
লীলাক্ষেত্রে বাধ সাধলো ভালবাসার শুদ্ধস্বর, পারস্পরিক দায়বদ্ধতা!
বহুদিন আগে উদিত সূর্যকে স্বাক্ষী রেখে তোমার দিকে দু-হাত বাড়িয়েছিলাম
আজো আমি তোমার গায়ে লেপ্টে থাকা তীব্র ঘ্রাণ শুষে নিচ্ছি।