লাল,নীল,হলুদ, সবুজ কিংবা গোলাপী.....
সভ্যতার হরেক রঙ,
অলৌকিক রোদের বিপরীতে প্রায়শ; ভীষণ অন্ধকার!


ধর্মতলার ছায়াপথ হেঁটে যেতে যেতে দেখি-
দৃশ্যের পর দৃশ্য ক্রমশ তলিয়ে যাচ্ছে...
দূরে কোথাও চিৎকার, চ্যাঁচামেচি, হাহাকার!


ভূগর্ভস্থ থেকে ওঠে আসে শয়তানের সহোদরগণ,
স্বর্গ কিংবা বেহেশত 'র পথে রক্তাক্ত স্রোত বয়ে যায়!


তখনো আমরা কেউ কেউ রঙিন চশমায় চোখ ঢেকে
বাতাসের খুনসুটি গায়ে মাখছি।