নভেম্বর সাত
হাতে রাখে হাত
সিপাহী জনতা।

বিপ্লবী রাত
ভুলে জাতপাত
গড়েছে একতা।

সংহতি দিন
ভুলি নাই ঋণ
বিপ্লবী বারতা।

আসবে আলো
ঘুচবে কালো
নয় বাতুলতা।

যে বিজয়ী বীর
উঁচু করে শির
বিলাবে শুদ্ধতা।

সংকট যত
হবে সংযত
জয় স্বাধীনতা।