ভালোবাসার সূদীর্ঘ পথ হাটতে গিয়ে
ক্লান্ত শ্রান্ত আমি ক্ষনিক অবসরে
হিসেবের খাতা খুলে শূন্যতার হাহাকারে
স্বৈরাচারী খেলছে খেলা আমাকে নিয়ে।


পাঁজরে অঝড়ে আঘাতের পর আঘাতে
কালসিটে দাগ ছেয়ে গেছে অন্ধকার
আবেগের পরাশক্তি বন্ধ করেছে দ্বার
বিভক্তি রেখা টেনেছে আপন হাতে।


ভোঁতা হয়েছিলো ক্ষুরধার চিন্তা শক্তি
সুহৃদের দল অন্ধ গোড়ামিতে ঘর ছাড়া
শ্বেতপত্র প্রকাশে আমাকে করেছে সর্বহারা
ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে আমার ভক্তি।


রূপের ভিন্নতায় ইতিহাস কথা বলে
অস্থির চিত্ত কতটুকুই জানে বা মানে
অঘোরে স্বজোড়ে হৃদয়ে আঘাত হানে
নিকেশের সময় বেঘোরে যায় চলে।