আমায় লজ্জা দিবি? পাগল না কী!
লজ্জা সেই কবে, তুলে রেখেছি সিন্দুকে
যা বলে বলুক নিন্দুকে।


আওয়াজ তুলবি? শুনবে কে?
কানতো ঠসা, জানিস ভালই
জবাব পাবি বন্দুকে।


লড়াই লড়াই বড়াই করিস? বোকা না কী!
ওতো আমার-ই জন্ম, আমিই দাতা
ভয় কী আমার তন্ত্রীকে।


তন্ত্র মন্ত্র যা দেবো দয়ার দানে
চেটে পুটে খাস। আমার চাইতে ভালো
তোদের আর বাসবে কে?