কলম টেনে আঁচর কেটে
হৃদয়ে ধরাও জ্বালা
বর্ণ ধরে ছন্দ ঘরে
লাগাও প্রেমের তালা।


স্রষ্টা তুমি সৃষ্টি তুমি
কাগজ তোমার পৃথিবী
খেলা কর মানবতায়
প্রতিদানের নাই দাবি।


কল্যাণময় তোমার ছবি
বিশ্বাসে হও মত্ত
মহৎ কাজে বৃহৎ ভাবে
বিলাও নিজের সত্ত্ব।


নিজের ঘরে চাল চুলোতে
শ্যাওলা জমাট বাঁধে
সবার ঘরে দীপ জ্বালাতে
দায়িত্ব নাও কাঁধে।