নিজস্ব সংলাপ - ৮২
------------------ আনোয়ার মজিদ
কলম যখন চামচামিতে
বিশ্ব বেহায়া
জাতির ললাট কলংকিত
নিঃস্ব অপয়া।



নিজস্ব সংলাপ - ৮৩
---------আনোয়ার মজিদ
তোমার হলো বাসন্তী মন
নিত্য দুর্বিপাক
কালকে দেবো যথার্থ প্রেম
আজকে নাহয় থাক।


নিজস্ব সংলাপ - ৮৪
---------আনোয়ার মজিদ
তনু'রাও স্বাধীন ছিলো, আমিও স্বাধীন
স্বাধীনতার মানেটা কী বুঝিনি
কার স্বাধীনতা কে মাড়িয়ে যায়
অন্ধ বলেই তা খুজিনি।


নিজস্ব সংলাপ - ৮৫
---------আনোয়ার মজিদ
এক ফসলী প্রেম হয়না
অংক শাস্ত্র ক্রম জানেনা
শাষন বারন রুল মানেনা
মনতো কারো ধার ধারেনা।


নিজস্ব সংলাপ - ৮৬
-----------আনোয়ার মজিদ
দৃষ্টি সীমায় এলেই যখন
মনের সীমায় এসো
স্পর্শ সীমায় নাইবা এলে
শুধুই ভালোবেসো।


নিজস্ব সংলাপ - ৮৭
-----------আনোয়ার মজিদ
সমান অধিকার পেতে হলে
সমানে চলতে হয়
আলাদা হয়ে দলবদ্ধতা
নির্বুদ্ধির পরিচয়।


নিজস্ব সংলাপ - ৮৮
------------ আনোয়ার মজিদ
শিহরিত মনে কার পথ পানে
দৃষ্টি রেখেছো মেলিয়া
চাঁদ মুখখানি পিরীতের বানে
উঠল বুঝি দুলিয়া।


নিজস্ব সংলাপ - ৮৯
------------- আনোয়ার মজিদ
দুচোখের দৃষ্টিতে এক পসলা বৃষ্টিতে
ভিজল আমার মন
ঘুম হলো গুম সৃষ্টিতে ধুম
সাজলো বৃন্দাবন।


নিজস্ব সংলাপ - ৯০
----------- আনোয়ার মজিদ
মনের ভেতর নিত্য আনাগোনা
চোখের স্পর্শে নাই
তুমি আমার অনন্ত প্রেম
নিরন্তর খুঁজি তাই।


নিজস্ব সংলাপ - ৯১
------------- আনোয়ার মজিদ
ভুল করনি পাপ করেছো
মন ভেংগেছ যেই
বুঝবে তখন দেখবে যখন
তুমি আছ আমি নেই।