নিজস্ব সংলাপ - ৯২
------------ আনোয়ার মজিদ
আমিত্ব বিসর্জন দিয়ে
ভালোবাসা যায়না
সে প্রেম যতই উষ্ণ হোক
স্থায়িত্ব পায়না।


নিজস্ব সংলাপ - ৯৩
------------ আনোয়ার মজিদ
প্রেমতো করা যায় না
ধরোনা আজব বায়না
ভালোবাসি চিৎকারে
মনতো নাগাল পায় না।


নিজস্ব সংলাপ - ৯৪
--------------আনোয়ার মজিদ
আকাশের কান্না ছুঁয়ে
তোমার কথা ভাবছি
স্মৃতিগুলো গুছিয়ে নিয়ে
স্বপ্নগুলো আঁকছি।


নিজস্ব সংলাপ - ৯৫
----------- আনোয়ার মজিদ
তুমি আমার সশস্ত্র প্রেম
নও প্রিন্সেস ডায়না
ভাগ্য আমার তুমি লক্ষ্মী
আরতো কিছু চাইনা।


নিজস্ব সংলাপ - ৯৬
--------- আনোয়ার মজিদ
পরকীয়া ব্যর্থ হায়া
কামুক ভাবের ব্যঞ্জনা
যে মনে শুদ্ধতা নেই
সেতো প্রেমের যোগ্য না।


নিজস্ব সংলাপ - ৯৭
----------আনোয়ার মজিদ
প্রেমিক হলেও হতে পারো
বন্ধু হতে পারবে কী
বন্ধু প্রেমিক হতেও পারে
সব প্রেমিক ই বন্ধু কী ?


নিজস্ব সংলাপ - ৯৮
------------ আনোয়ার মজিদ
তনু আবার কে
শুধুই ষড়যন্ত্র
প্যাচাল বন্ধ
চলছে গণতন্ত্র !


নিজস্ব সংলাপ - ৯৯
---------- আনোয়ার মজিদ
মনের সাথে
নিত্য করি সন্ধি
আমিই আমার
মূখ্য প্রতিদ্বন্দ্বী।


নিজস্ব সংলাপ - ১০০
--------------- আনোয়ার মজিদ
নিত্য আমায় বিদ্ধ করে
তোমার স্মৃতির হুলগুলো
মধু মাসে সুখে থেকো
ভুলেই যেও ভুলগুলো।