নিজস্ব সংলাপ - ১০১
---------- আনোয়ার মজিদ
সাগর রুনির আন্দোলনে
বানাই উপদেষ্টা
তনু নিয়ে কে কী জানি
করছে নানান চেষ্টা।



নিজস্ব সংলাপ - ১০২
---------- আনোয়ার মজিদ
প্রেমকে বুঝি
প্রেমিক বুঝিনা
মনকে খুজি
মানসী চিনিনা।
কী আজব যন্ত্রণা
ভালোবাসা মন্ত্র না।



নিজস্ব সংলাপ - ১০৩
---------- আনোয়ার মজিদ
যে মনেতে প্রেম আমার
সে মনেতেই হিংসা দ্বেষ
দিন রাত্রি এতেই ব্যকুল
কাটছে জীবন কাটছে বেশ।


নিজস্ব সংলাপ - ১০৪
----------- আনোয়ার মজিদ
তনু গেলো আইলো আবার বাশখালী
ভাংছে ভাংগুক আশ খালি
গদ্দি আমার কেও ছুঁবেনা
জোরছে বাজাও হাততালি।


নিজস্ব সংলাপ -১০৫
---------- আনোয়ার মজিদ
সুখ নেবেগো সুখ
স্বপ্ন রংগিন সুখ
বিনিময়ে দুঃখ নেবো
ছোব অন্তরের ধুক্ ধুক।


নিজস্ব সংলাপ - ১০৬
( বেহায়া মন )
------------আনোয়ার মজিদ
টেলিফোন বা কুরিয়ারে
প্রেম পাঠাইতে পারবানি
বিয়ার মাসেই বিদেশ গেলা
আছি কেমন বুঝলানি?


নিজস্ব সংলাপ - ১০৭
( বিভ্রান্ত মন )
--------.- আনোয়ার মজিদ
কিছু মুখ মন ছুঁয়ে যায়
কিছু চোখ মন ছুঁয়ে যায়
কছু কথা মন ছুঁয়ে যায়
কিছু ছবি মন ছুঁয়ে যায়
মন যখন মন ছুঁয়ে যায়
বিশ্ব নিঃস্ব থমকে দাড়ায়।


নিজস্ব সংলাপ - ১০৮
------------ আনোয়ার মজিদ
কমেন্ট একটা দিতেই পারো
ভালো কিবা মন্দ
অভিমানী বন্ধু তোমার
কাটুক দ্বিধা দন্দ্ব।


নিজস্ব সংলাপ - ১০৯
( বোশেখী আহবান )
---------- আনোয়ার মজিদ
আয় ছেলেরা আয় মেয়েরা
ভুল তুলিতে আয়
স্বাধীনতার স্বপ্ন ঘুমায়
ভুলের বিছানায়।


নিজস্ব সংলাপ - ১১০
( ভূমিকম্প চর্চা )
----------- আনোয়ার মজিদ
দেশটা ধইরা অমন কইরা
যে দিলোরে ঝাকি
সারাদিনে একবার তার
খবর লইছো নাকি?


নিজস্ব সংলাপ - ১১১
( পান্তা পান্তা মন )
----------- আনোয়ার মজিদ
পান্তা ইলিশ খাইনা
দুই মুঠা ভাত পাইনা
অল্প যদি পাই
সবাই মিইল্লা
চাইটা পুইটা খাই।


নিজস্ব সংলাপ - ১১২
------------ আনোয়ার মজিদ
ভালোবাসায় সুর ছিলোনা
তাল ছিলোনা মনে
তাইতো সখি প্রেম হলোনা
কেঁদোনা নির্জনে।


নিজস্ব সংলাপ - ১১৩
---------- আনোয়ার মজিদ
চোখের তারায় স্বপ্ন সাজাও
সেইতো মনের আয়না
মুখটা নাজুক নাইবা বাজুক
চোখতো নীরব রয়না।


নিজস্ব সংলাপ - ১১৪
---------- আনোয়ার মজিদ
ভালো মন্দে ছন্দে দ্বন্দে
ভরা এই সংসার
সুখ দুঃখের এই পৃথিবী
আমার অহংকার।


নিজস্ব সংলাপ - ১১৫
--------- আনোয়ার মজিদ
সাত সতের ভাবছো কী
উনিশ বিশের দ্বন্দ
উবে যাবে নিশ্চিত
রেখোনা দুয়ার বন্ধ।


নিজস্ব সংলাপ - ১১৬
-------- আনোয়ার মজিদ
এই অন্তরে আপন পরে
ভেদ বুঝে না পাই
ক্ষনিক ভুলে আবেগ শূলে
স্বপ্ন পুড়ে ছাই।


নিজস্ব সংলাপ - ১১৭
--------- আনোয়ার মজিদ


ভাগ্যটাকে বদলে দেবে
জ্যোতিস কিংবা সাহেবে পীর
নিজের ভাগ্য জানে কী সে
পরের ভাগ্য করবে স্থির।