নিজস্ব সংলাপ - ১১৮


-------- আনোয়ার মজিদ
ভাগ্য যদি বদলাতে চাও
কর্মে কর ভাগ্য চাষ
ধর্মটাকেও সংগে নিও
কর্মে ধর্মের বসবাস।


নিজস্ব সংলাপ - ১১৯
--------- আনোয়ার মজিদ


( ফেইকার চর্চা )


নিজের নাম ও চেহারায়
ঘৃণা তোমার এত
ফেক আইডির আড়ালে তাই
সাজাও ঘৃণ্য ক্ষত!


নিজস্ব সংলাপ - ১২০
--------- আনোয়ার মজিদ


নতুন করে বর্ণমালার
করবো চাষাবাস
ড় ঢ় শ ষ ণ ী ূ কার এর
গলায় দেবো ফাঁস।


নিজস্ব সংলাপ - ১২১
--------- আনোয়ার মজিদ


ভন্ড তারা নিরপেক্ষ যারা
ভাষা অংগ ভংগিতে
সত্যপক্ষ থেকো সবাই
ছলচাতুরী লংঘিতে।



নিজস্ব সংলাপ - ১২২
--------- আনোয়ার মজিদ


নও কহিনূর নও পরী হুর
নও ফাগুনের ভোর
তুমি আমার বিধ্বংসী সুর
আমার মনচোর।


নিজস্ব সংলাপ - ১২৩
--------- আনোয়ার মজিদ


আর কতো আর চাইবো বিচার
কমছে শুধুই কলমের ধার
কেউ শোনেনা , কেউ শুনছেনা
পরিবর্তন চাই , চাইছি এবার।



নিজস্ব সংলাপ - ১২৪
------------ আনোয়ার মজিদ


বেশ আছি বেশ ভালোই আছি
মরছে মানুষ গুনছি
বছরান্তে ইতিহাসের
তথ্য প্রমাণ শুনছি।


নিজস্ব সংলাপ - ১২৫
------ আনোয়ার মজিদ


তোর মধ্যে চাষ করেছি
সকল স্বপ্ন আশা
তুই যে আমার প্রথম প্রেম
প্রথম ভালোবাসা।
নষ্ট করলে করতে পারিস
ভ্রষ্ট হলে মন
কষ্ট পেলেও শ্রেষ্ট হবো
রইল নিমন্ত্রণ।



নিজস্ব সংলাপ - ১২৬
------ আনোয়ার মজিদ


( সরলতা )


মনের মধ্যে দ্বৈত স্বত্ত্বা
করে বসবাস
একটা করে আশান্বিত
অন্যটা দেয় বাঁশ।


নিজস্ব সংলাপ - ১২৭
-------- আনোয়ার মজিদ


সেই সকালে ডাক পাঠালে
আসতে পারিনি
দুপুর গড়িয়ে সন্ধ্যা এখন
ভুলতে পারিনি।


নিজস্ব সংলাপ - ১২৮
------ আনোয়ার মজিদ


যোগ্যতাহীনে দাও যদিগো
যোগ্যতর সম্মান
ক্ষণকাল পরে পান্ডিত্য ভ্রমে
সমাজ করবে ম্লান।


নিজস্ব সংলাপ - ১২৯
--------- আনোয়ার মজিদ


জানিনা কোন লগ্নে
জন্মেছি এই বংগে
ভ্রষ্ট প্রেমে নষ্ট জীবন
হায়াহীনের রংগে।



নিজস্ব সংলাপ - ১৩০
------- আনোয়ার মজিদ


শূন্যতাকে শূন্য দিয়ে ভাজি
থাকলে তুমি রাজি
ভর খরাতেও
ফাগুন আসবে আজি।


নিজস্ব সংলাপ - ১৩১
-------- আনোয়ার মজিদ


( লৌকিক )


চোখে স্পর্শে ভালোলাগা
মনের স্পর্শে ভালোবাসা
দুইয়ের স্বপ্ন মন্থনে
প্রেমের মার্গে আসা।


নিজস্ব সংলাপ - ১৩২
------- আনোয়ার মজিদ


বিদ্যুৎ কী যায় না আসে
বুঝতে পারিনা
উন্নয়নের ফানুস উড়ে
ভাগ্যে ফিরিনা।


নিজস্ব সংলাপ - ১৩৩
---------- আনোয়ার মজিদ


যৌবনে যার পিরীত বাঁকা
বাঁকা মনের সুর
কষ্টে কাটে নষ্ট জীবন
শান্তি অনেক দূর।


নিজস্ব সংলাপ - ১৩৪
------- আনোয়ার মজিদ


কেউ যাবেনা কেউ যাবেনা
কেউ যাবেনা সংগে
যতই সুখে বাটুক জীবন
কাটুক রস আর রংগে।



নিজস্ব সংলাপ - ১৩৫
------- আনোয়ার মজিদ


মনটা যতই ভাবুক সাজুক
মনতো প্রেমের জন্য
আদিখ্যেতা যতই করুক
প্রেমেই সে অনন্য।


নিজস্ব সংলাপ - ১৩৬
--------- আনোয়ার মজিদ


মনটা আমায় জ্বালায় শুধু
চালায় নিজের মত
ধার ধারেনা কোনো কথার
বাহানা ধরে শত।


নিজস্ব সংলাপ - ১৩৭
--------- আনোয়ার মজিদ


( ১মে )


দিবসে ঢুকে শ্রমিকের ঘাম
করছে আহাজারি
যথামূল্যের নেয়না খবর
লক্ষ কথার ফুলঝুড়ি।


নিজস্ব সংলাপ - ১৩৮
---------- আনোয়ার মজিদ


ক্ষণিক চমকে থমকে দাড়ালে
দৃষ্টি শুধু নাড়ালে
দ্বিধা দন্দ্ব সরিয়ে
এক পলকেই হারালে।


নিজস্ব সংলাপ - ১৩৯
--------- আনোয়ার মজিদ


প্রেমানলে পুড়লেরে মন
খাঁটি প্রেমিক হয়
দুই নয়নের সাগর জলে
প্রেম লুকিয়ে রয়।


নিজস্ব সংলাপ - ১৪০
--------- আনোয়ার মজিদ


হাল ছেড়েছি পাল ছেড়েছি
ছেড়েছি তোমার নাও
এবার বন্ধু ক্ষমা করো
একলা উজান বাও।


নিজস্ব সংলাপ - ১৪১
---------- আনোয়ার মজিদ


চঞ্চল মন রয় উচাটন
কলম ও কবিতায়
কোমল হৃদয় পাঠ মগ্ন
চিত্ত সুখের ছায়।


চতুর খোঁজে ফাক ফোকরে
লাভ কী ক্ষতি অর্থনীতি
বোকার সর্গ বোকাই বোঝে
নাই কোনো তার মতিগতি।


নিজস্ব সংলাপ - ১৪২
-------- আনোয়ার মজিদ


ভালোবাসার বীজ বুনে যাই
অন্তরে অন্তরে
ফলবে ফসল জাগলে মানুষ
জগৎ ও সংসারে।


নিজস্ব সংলাপ - ১৪৩
--------- আনোয়ার মজিদ


পাপ ছুঁইয়োনা, পাপেরও গন্ধ আছে
ছন্দ না হোক দ্বন্দ আছে
কেউ বোঝেতো কেউ খোঁজে না
সমর্পিত লোভের কাছে।



নিজস্ব সংলাপ -১৪৪
------- আনোয়ার মজিদ


সুখ দুঃখ যায় আসে যায়
যৌবন গেলে আর আসেনা
বাঁধন ভেংগে সাধন কর
সময় ফিরে আর পাবেনা।



নিজস্ব সংলাপ - ১৪৫
---------- আনোয়ার মজিদ


প্রেমানলে অন্তর জ্বলে
দুঃখ কেন জ্বলেনা
দুখে যে তোমার মায়া
আগুন যে তাই ধরেনা।



নিজস্ব সংলাপ - ১৪৬
---------- আনোয়ার মজিদ


দুঃখ আমার জীবন সাথী
তুমি দুঃখ তাই
স্মৃতির সুতোয় স্বপ্ন গেঁথে
দুঃখকে সাজাই।



নিজেস্ব সংলাপ - ১৪৭
--------- আনোয়ার মজিদ


যে রসুলের ডাক বোঝেনি
খোঁজেনি রতন
দূর্ভাগাতো কেউ নেই আর
তাহারই মতন।


নিজস্ব সংলাপ - ১৪৮
--------- আনোয়ার মজিদ


দুঃখ যতো ইচ্ছেমতো
ইরেজ করা যেতো
আহ কী মজাই না হতো।


নিজস্ব সংলাপ - ১৪৯
--------- আনোয়ার মজিদ


মাকে নিয়ে ভাবছি না
পাশে বসেই মা
আজকে তাঁকে দিয়েই দিলাম
সকল উপমা।