আদর্শকে জবরদস্তি
ধংস করা যায়না
হোকনা সে যতই জটিল
ধংসরুপী আয়না।


আগুন নিয়ে খেললে খেলা
আগুনে হাত পুড়বেই
রইবে যাহা অবশেষে
ছাই হয়ে তা উড়বেই।


স্বচ্ছ নিটোল আদর্শতেই
ঘুচবে অমানিশা
কাটবে আধার ফুটবে আলো
মিলবে পথের দিশা।