নিজস্ব সংলাপ - ২৩৩
----------- আনোয়ার মজিদ
ঈদের ক্ষণে শুভ মনে
চাঁদ বুঝিবা হাসেনা
নিরন্ন আর বস্ত্রহীনে
ঈদ খুশি কী জানেনা।


নিজস্ব সংলাপ - ২৩৪
----------- আনোয়ার মজিদ
বিনামূল্যে সহজলভ্য উপদেশ যদি চাও
বলছি শোন বিশ্ববাসী বাংলাদেশে যাও
তোমার দেশে উপদেষ্টা মহা মূল্যবান
এই দেশেতে নিত্য বাজে উপদেশের গান।


নিজস্ব সংলাপ ২৩৫
--------- আনোয়ার মজিদ
আমিই বাংলদেশ
ধমক ধামক জঙ্গি বোমায়
হবোনা নি:শেষ।
চেতনায় বিশেষ
ভয় করেনা বীরের জাতি
আমার বাংলাদেশ।


নিজস্ব সংলাপ - ২৩৬
---------- আনোয়ার মজিদ
বিশ্ব আজ হাতের মুঠোয়
ডিজিটালি কারিশমায়
সুখের সময় ভাইরাসে খায়
ডিলিট করা ভীষণ দায়।


নিজস্ব সংলাপ - ২৩৭
---------- আনোয়ার মজিদ
মরন খেলায় মেতেছো যারা
স্বর্গ পাওয়ার আশে
কোরআন হাদীস ঘেটেই দেখো
নেই তোমাদের পাশে।


নিজস্ব সংলাপ - ২৩৮
-------- আনোয়ার মজিদ
মতপ্রকাশের স্বাধীনতা
খর্ব হবে যতো
ভিন্ন পথের অবলম্বন
বাড়বে ইচ্ছেমতো।


নিজস্ব সংলাপ - ২৩৯
-------- আনোয়ার মজিদ
নিজের মতই শ্রেষ্ঠ মত
ভাবছো কেন বসে
অন্য মতেও দৃষ্টি দিও
একটু ভালোবেসে।


নিজস্ব সংলাপ - ২৪০
--------- আনোয়ার মজিদ
কলম নিয়ে কোমলমতি
করছেনা আর খেলা
নেট শয্যায় ছারপোকার বাস
নি:স্ব যৌবন মেলা।


নিজস্ব সংলাপ - ২৪১
--------- আনোয়ার মজিদ
মেঘলা আকাশ
মেঘলা দুপুর
মেঘলা তোমার মন
একলা আমি
শূন্য এ মন
রইল নিমন্ত্রণ।


নিজস্ব সংলাপ -২৪২
--------- আনোয়ার মজিদ
বিবেকে যখন পচন ধরে
নষ্ট সমাজ ভ্রষ্ট দেশ
গর্দভেরা ভেচকি মেরে
ঝারে নিত্য উপদেশ।


নিজস্ব সংলাপ - ২৪৩
------------ আনোয়ার মজিদ
পলেস্তারা খসিয়ে ওই ঠোঁটে
প্রেম করবো জমা
পারতো সঙ্গ দিও
নইলে করো ক্ষমা।


নিজস্ব সংলাপ - ২৪৪
-------- আনোয়ার মজিদ
চলন বলন সভ্যতায়
প্রেম পিয়াসে বন্য
ও প্রেয়সী তোমার জন্য
নিত্য এই তারুণ্য।



নিজস্ব সংলাপ - ২৪৫
--------- আনোয়ার মজিদ
এ কোন লাজে নিত্য কাজে
ভুলের বাড়াবাড়ি
প্রেম কি তোমার মন ছুঁয়েছে
না দিয়েছে আড়ি।


নিজস্ব সংলাপ -২৪৬
--------- আনোয়ার মজিদ
স্বপ্ন আশা ভালোবাসা
এইতো জীবনমেলা
সুখ দুঃখ অনুষঙ্গ
প্রেমের অবহেলা।


নিজস্ব সংলাপ - ২৪৭
--------- আনোয়ার মজিদ
করিও ক্ষমা
হতে পারবোনা
তোমার জীবনের
কোলন দাড়ি কমা।



নিজস্ব সংলাপ - ২৪৮
---------- আনোয়ার মজিদ
সুখটা কেমন পানসা লাগে
দুঃখ সরে গেলে
সুখ দুঃখ দুটোই মেলে
তোমার কাছে এলে।


নিজস্ব সংলাপ - ২৪৯
--------- আনোয়ার মজিদ
নানান ঢঙ্গে দৃশ্যপটের
স্ক্রিপ্ট রেখেছি তৈরী
সুযোগ বুঝে চালিয়ে দেবো
হাওয়া যখন বৈরী।


নিজস্ব সংলাপ - ২৫০
---------- আনোয়ার মজিদ
অক্ষমতা যখন বাড়ে
ধমক ধামক তখন সার
রুদ্ধ বিবেক লব্ধ করে
অদ্ভুত সব আবিষ্কার।



নিজস্ব সংলাপ -২৫১
-------- আনোয়ার মজিদ
নিজের কাজে মন দিলোনা
পরের কাজে পোদ্দারি
তারে কী আর মানুষ বলে
হোকনা যত পদভারী।


নিজস্ব সংলাপ - ২৫২
--------- আনোয়ার মজিদ
কান্দে রে মন কান্দে
অবুঝ হৃদয় ফাইস্যা গেছে
ষোলোকলার ফান্দে।
বান্দে রে মন বান্দে
রুপ রুপসীর দম্ভ ছুঁয়ে
বিরহী সুর বান্দে।


নিজস্ব সংলাপ - ২৫৩
---------- আনোয়ার মজিদ
হাওয়ায় দোলে তোমার হাসি
স্বপ্নে দোলে মুখ
চোখের ছোঁয়ায় হৃদয় দোলায়
পিরীতের অসুখ।


নিজস্ব সংলাপ - ২৫৪
--------- আনোয়ার মজিদ
কাম আর প্রেমে সদাই দোলে
মন ও মনের বাসনা
সুস্থ বিবেক সঙ্গী হলে
রইবেনা আর গঞ্জনা।


নিজস্ব সংলাপ -২৫৫
--------- আনোয়ার মজিদ
ঘুরছি কেবল ঘুরছি
কে জানে কী খুঁজছি
খোঁজাখুঁজির হয়না শেষ
চিন্তানলে পুড়ছি।


নিজস্ব সংলাপ - ২৫৬
------------ আনোয়ার মজিদ
জনমভরে খুঁজলাম তাঁরে
আছে যে অন্তরে
যে আমারে হৃদয়ে ধরে
বুঝলামনা তাঁরে।



নিজস্ব সংলাপ - ২৫৭
---------- আনোয়ার মজিদ
মাসীর আমার দরদ বেশী
মায়ের বুঝি কম
সেই সোহাগে বিষম খেয়ে
আটকে আসে দম।


নিজস্ব সংলাপ ২৫৮
--------- আনোয়ার মজিদ
ভুলের ক্ষমা হতেই পারে
পাপের ক্ষমা নাই
ইচ্ছাকৃত ভুলগুলো হয়
পাপের সমান তাই।


নিজস্ব সংলাপ - ২৫৯
----------- আনোয়ার মজিদ
দাম্ভিকতা মনরোগ
পতনোম্মুখ আয়না
চূর্ণ হলে হিংসা বাড়ুক
ধ্বংস রোখা যায়না।



নিজস্ব সংলাপ -২৬০
---------- আনোয়ার মজিদ
অজ্ঞতার-ই আরেক রূপ
অহংকারী মন
যতন করে পতন খোঁজার
নেইতো প্রয়োজন।


নিজস্ব সংলাপ - ২৬১
------------- আনোয়ার মজিদ
ভুলের মাঝে সুখের খোঁজে
দিনরাত্রি একাকার
পথের মাঝে পথ হারিয়ে
জীবন কারাগার।


নিজস্ব সংলাপ - ২৬২
-------- আনোয়ার মজিদ
রূপ ছুঁয়ে হয় প্রেমের শুরু
রূপেই পাগলপারা
স্পর্শে হৃদয় হয় অপরূপ
সেইতো প্রেমের ধারা।



নিজস্ব সংলাপ - ২৬৩
------- আনোয়ার মজিদ
রূপ না দেখে মনের খবর
কেউ কী নিতে চাই
চোখের পথেই হৃদয়ে নামি
তাইতো এ গান গাই।


নিজস্ব সংলাপ - ২৬৪
--------- আনোয়ার মজিদ
দিবসে নয় বন্ধু থেকো
অন্তরে অন্তরে
সুখে দুখে পাই যেন গো
ভিতরে বাহিরে।


নিজস্ব সংলাপ - ২৬৫
------- আনোয়ার মজিদ
চোখের জলে দুঃখ ভিজাও
শীতল করতে মন
সেই জলে কী আগুন নিভে
বৃথাই সমর্পণ।



নিজস্ব সংলাপ - ২৬৬
-------- আনোয়ার মজিদ
প্রেমতো মনের আবেগ জাত
চিরস্থায়ী রয়না
থাকে যা মায়া সমঝোতায়
বাঁধন ছিঁড়ে যায়না।


নিজস্ব সংলাপ - ২৬৭
-------- আনোয়ার মজিদ
খুত ধরা যে রোগ স্বভাবের
অসুদের ধার ধারেনা
নিন্দুকেরাও একই জাতের
ঠাডা পড়লেও মরেনা।


নিজস্ব সংলাপ - ২৬৮
-------- আনোয়ার মজিদ
অভাবে স্বভাব নষ্ট
অর্থে নষ্ট মন
শিক্ষা নষ্ট হয় যখনি
গর্জনই অর্জন।



নিজস্ব সংলাপ - ২৬৯
-------- আনোয়ার মজিদ
মন্দ লোকের গর্জনে
ভালো ছুটে বর্জনে
ঘাটতি পড়ে অর্জনে
মুচকি হাসে দূর্জনে।


নিজস্ব সংলাপ - ২৭০
-------- আনোয়ার মজিদ
তোমার দেয়া দুঃখগুলো
বুকেই দিলাম ঠাই
একাকিত্বে তার'চে বড়
আপন কেউই নাই।