ভালোবাসার নেই অবসর
ক্ষুধায় পুড়ছে মন
নিত্য তাঁরে সিদ্ধ করে
ক্ষুব্ধ এই জীবন।


হাল চলেনা কাল চলেনা
নৃত্য দেখায় ভৃত্য
শাসন শোষন বাড়ছে শুধু
চাপা`তো উদ্বৃত্ত।


হালের গরু হাল ধরেনা
গাধায় চালায় হাল
মনমাঝি আর গান ধরেনা
ছেঁড়া নৌকার পাল।


বিপ্লবীরা ঘুমায় এখন
মাথায় টাকার বালিশ
ঝাঁকুনিতে উঠলে বসে
আবার করছে মালিশ।


এই ফাগুনে নেই অবসর
আগুন পোড়া মন
চৈত্রদাহে বৃষ্টি নামুক
রইল নিমন্ত্রণ।