নেই কাজ নেই লাজ বিরামহীন অবসর
তাই
খাইদাই হাইফাই ঘুমাই আর আড্ডায়
যাই।
কারো মুখে রং মাখি কারো মুখে কালি
ছাই
ফাও খাই আরও চাই বিল এলে আমি
নাই।
দাও গালি মারো তালি বেশ বেশ বলে
যাই
আছি পাশে ততদিন লাজহীন যতদিন সুখ
পাই।
তুমি দুখি আমি নাই যত ডাক পাশে নাই
বাই
চেনা চেনা মনে হয় তবু যেন চেনা নয় গান
গাই।
চেন কি কে আমি একবার ভেবে দেখো
ভাই
চাটুকার বলে তবে চামচাই বলে সবে দেবে কী
ঠাঁই।