বিজয়ের দিনে বিজয়ীর মনে হাসি নাই হাসি নাই
হে বিজয়ী বীর কাংখিত সুখে দেশ নাই দেশ নাই।
ধনী গরিবের ব্যবধান কমে নাই, তাই বেড়েছে দেনা
শহীদের রক্তে যায়নি এখনো, গরিবের সুখ কেনা।


এখনো মানুষ মরে বিচারহীন, বুলেটের ইচ্ছেমত
নৃশংস খড়্গ নামে দিশাহীন,  ঝরে প্রান অবিরত।
ভালোবাসার ঘরে ছারপোকা, চুষে খায় মানবতা
বিবেকের দৈনতা বাড়ে সীমাহীন, সুনসান নীরবতা।


এভাবে দিন যাবেনা জানি, তরুণেরে করি আহবান
মৃতপ্রায় যৌবনে করো আঘাত, ক্রিয়াশীল হোক প্রান।