কসাই নিয়তি দুঃখের ভেলায়
কালের নদীতে ভেসে
হৃদবন্দরে নোঙ্গর গেড়েছে
বালুচরে গেছে ফেঁসে।


যাত্রাপথে এই যে স্থবিরতা
না বুঝে , সমাধান না খুঁজে
বিচারক হয়ে আসামির কাঠগড়ায়
দাঁড়িয়েছে চোখ বুজে।


আবেগ বিবেক একাকার হয়ে
চায় মনোরম উল্লাস
বাস্তবতা ভুলে ভালোবাসায় বুঝি
শৈল্পিক কীটের বসবাস।


নিঃশ্বাস নয় বিশ্বাসী কারো
এই নশ্বর দুনিয়াতে
তবুও আশাগুলো ভালোবাসায়
হবেই ভরে দিতে।