হৃদয়ে লাঙ্গল চষে কবিতার বীজ বুনে
দিন রাত গুনে গুনে
কার কথা ভাবো কোন ছবি আঁকো
কেনইবা নীরব থাক, ভ্রমরের গুঞ্জনে?


কবিতার বেশভূষা আধুনিকায়ন করে
সত্য কী , অলীকের হাত ধরে
বেদনায় নীল কেন তোমার ছবি?
আছে কি জবাব? না মাকাল সবি?


কবি তুমি কবিতায় জীবন দিয়ে
জনতা , পাঠকের হৃদয় ছুঁয়ে ছুঁয়ে
শব্দের ফুলঝুড়ি , ছন্দের লুকোচুরি খেলে
কোন সাগরে তুমি মুক্তো পেলে?