কেউ না ভাবুক আজ জনতা
ভাবতে তোমায় হবে
দেয়ালগুলো কয়না কথা
দু :খ কেন তবে?


ক্ষুধার জ্বালায় মরছে না কেউ
মলিন কেন মুখ
ডাগর চোখে ভয়ের নাচন
কাঁপছে কেন বুক।


অন্ন ছুঁয়ে গণতন্ত্র যাচ্ছে শুকিয়ে
জারজ মনে স্বাধীনতা খাচ্ছে চিবিয়ে।


আজ জনতা ভাবতে তোমায় হবে
বীরের জাতি শীর নত কি রবে?