না মানিলাম প্রভুর বিধান
না খুঁজিলাম ধর্ম,
না শুনিলাম নীতির কথা
না বুঝিলাম  মর্ম।

না হাঁটিলাম অন্যের তরে
না হাসিলাম সুখে,
না থাকিলাম ভালো কাজে
না কাঁদিলাম দুখে।

না করিলাম ন্যায় প্রতিবাদ
না ভাঙিলাম কায়া,
না সঁপিলাম হৃদ কুঠুরি
না বিলিলাম মায়া।

না ঘাঁটিলাম বিবেক খাতা
না পড়িলাম বাণী,
না লেখিলাম সত্য ন্যায়ের
না ধরিলাম টানি।