একটি ছড়া বন বিটপীর
একটি ছড়া গাঁয়ের,
একটি ছড়া খুকু খুকীর
এই ছড়াটি মায়ের।
একটি ছড়া রাখালিয়ার
একটি ছড়া চাষির,
এই ছড়াটি দুখের গড়া
একটি ছড়া হাসির।
একটি ছড়া তমসা-ঘেরা
একটি ছড়া ভোরের,
এই ছড়াটি পাখপাখালির
কলকলানি সুরের।
একটি ছড়া শস্য শ্যামল
মাঠ ভরানো ধানের,
এই ছড়াটি মাঝি-মাল্লার
ভাটিয়ালি গানের।
একটি ছড়া বয়ে যাওয়া
শান্ত নদীর ঘাটের,
এই ছড়া মোর বেড়ে ওঠা
আলীকদম হাটের।