আতা মিয়ার মাথায় ছাতা
আম কুড়াতে যায়,
পিছলে পড়ে ধপাস করে
এদিক ওদিক চায়,


কাঁদছে আতা ভাঙলো ছাতা
আম ছালা সব শেষ,
হন্য হয়ে ভাঙলো কোমর
ব্যথাও পেলো বেশ।


ব্যথার ঘোরে করুণ সুরে
বলে বাপরে বাপ,
গাছে থাকা কাঠবিড়ালি
দিলো একটা লাফ।


দৌড়ে এলো নেংটী ইদুর
তুলছে ধরে হাত,
আনমনা হয় ভাবছে আতা
গেলো বুঝি জাত।