বাজিয়ে হুঙ্কার করো ভীতি দূর
জাগো রে ওহে তরুণ,
করিতে চুরমার বাঁধার পাহাড়
নবীন প্রভাতে অরুণ।


আনিতে কেতন হাতের মুঠোই
বাজাও ডঙ্কা জয়ের,
নবীন কামাল শুনো গো দামাল
নেই কিছু নেই ভয়ের।


ঐ যে দেখো হায়েনার হাতে
মায়ের পায়ে বাঁধন,
অসি হাতে নাও দামাল ছেলে
শুনতে পাও কি কাঁদন?


ধরো তরীর পাল শক্ত করে
টুঁটিতে বিপদ বারণ,
অলস অসাড় করিয়ে সাবাড়
জয়ের মাল্য ধারণ।


এক সাথে হও নবীন প্রবীণ
জিতবে সমুখ সমর,
ভাঙবে কারায় ছিঁড়বে শিকল
রইবে ধরায় অমর।