ঘুরতে পারো বিশ্ব জুড়ে
পাবে না'গো সুখ,
ছিদ্র চালের ভাঙ্গা বেড়া
ছেড়ে আপন মুখ।


যতোই খোঁজও গয়া কাশি
ভিন দেশে'তে যায়,
বিলাসবহুল প্রাসাদ কুঁড়ে
সুখটা নাহি পায়।


আপন ঘরে ছেঁড়া কাঁথায়
কাটাও যদি রাত,
অস্বাদু শাক স্বাদের লাগে
পান্তা নুনে ভাত।


অতল বায়ু শীতল হাওয়া
ঘরের উঠোন টাই,
সব কিছু সুখ ঘরেই বাঁধা
হাত বাড়ালে পাই।


নাড়ির বাঁধন ছেড়ে যেজন
ঘোরে বৃন্দাবন,
সুখ হারিয়ে তীর্থ দশায়
অসুস্থ তার মন।