বাংলা আমার মায়ের ভাষা
বাংলা তে পাই সুখ,
বাংলায় দেখে বর্ণমালা
হাসছে মায়ের মুখ।


বাংলা তে মোর চলাফেরা  
বাংলা তে গাই গান,
বাংলা আমার মধুর বাণী
বাংলা আমার প্রাণ।


বাঙালী পায় সুখের চাবি
কিসের এতো ভয়?
বাংলা মায়ের আঁচল তলে
আনলো ছিনে জয়।


বাংলা তে আজ কাব্য পড়ি
বাংলায় পুঁথির সুর,
পাক সেনা'রা মানলো দাবী
বাড়লো দেহে জোর।


ভাষার তরে সালাম বরকত  
উচ্চ করলো শির,
তাদের দ্বারায় মায়ের বুলি
পাই ফিরে পায় তীর।