ভিন্ন নারী নিজের বাড়ি
একি সুতোই বাঁধা,
আপন মনে সর্বক্ষণে
যেনো কৃষ্ণ রাঁধা।

বাঁধন দ্বারা জীবন গড়া
কতো আপন করে,
মিলন তিথি অটুট প্রীতি
সারাজীবন ধরে।

সুখের দেখা জীবন রেখা
অমানিশার রাতে,
দুঃখ ঘিরে সুখের নীড়ে
পান্তা নুনে ভাতে।

যেই রমণী ঘর ঘরণী
প্রাসাদ বাড়ি রেখে,
স্বামীর ঘরে দুঃখ ধরে
সুখের ছোঁয়া দেখে।

এমন করে জগৎ জুড়ে
দহন করে কায়া,
বাড়ির কাজে নিত্য সাঝে
রাখছে ধরে ছায়া।